মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৫ ১৪৩২   ০১ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৩

কলেজ অধ্যক্ষের বেতন ১৪৯ শিক্ষকের ৭৮ টাকা ! 

লালমনিরহাট 

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১  

দীর্ঘদিন যাবৎ  এই শিক্ষা প্রতিষ্ঠানটি চলছে সরকারী বিধিবিধান মেনে । কিন্তু আর্শ্চযের বিষয় হচ্ছে এই কলেজ অধ্যক্ষের বেতন বিশ্বস্ত সূত্রে জানাগেছে ১৪৯ টাকা আর দুই জন সহ শিক্ষক জন পত্রি পান ৭৮ ও একজন দপ্তরি পান ৭৮ টাকা করে ! তথ্য প্রযুক্তির এই যুগে বাংলাদেশ যখন এগিয়ে চলছে উন্নয়নের মহাসড়কে তখন এখানকার শিক্ষক অধ্যক্ষ পান মাত্র ৭৮ ও ১৯ টাকা করে। 

যদিও কারও ব্যাক্তিগত বেতন /ভাতা এর বিষয়ে জানতে চাওয়াটা একদমই বেমানান তবুও বিনয়ের সহিত কেমন আসে বেতন ভাতা এবিষয়ে উক্ত কলেজের অধ্যক্ষ পরামন্দ রায় অতুলের সাথে কথা হলে তিনি বিষয়টি সম্মানের স্বার্থে এড়িয়ে গিয়ে জানান, যা পান তা থেকেই চলে আর এই আরকি। আর বলেন সরকারী নীতি মালা মেনই চলতে হচ্ছে এর বাইরে কিছু বলার নেই । 

এদিকে ভেলাবাড়ী হাই স্কুলের বাংলাদেশ সংস.কৃত ও পালি শিক্ষা বোর্ড  ঢাকা কর্তৃক নির্ধারীত পরীক্ষা কেন্দ্রে গিয়ে জানা গেছে এই পরীক্ষা ২৯৮ জন পরীর্ক্ষাথী পরীক্ষায় অংশ গ্রহন করেছেন। এখানকার কেন্দ্র সচিব জানান, কলেজ আছে আছে নিয়ম কানুন নেই শুধু যথাযথ সম্মানী ভাতা কিংবা বেতন। 

উক্ত অধ্যক্ষ ছাড়াও এখানে সহ শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্তরা হলেন  রণজিৎ চক্রবর্তী,গোপাল চন্দ্র রায় এবং দপ্তরি বুদারাম রায়। এখানকার শিক্ষার্থীরা জানালেন যথাযথভাবে ক্লাস শেষে পরীক্ষায় উর্ত্তীন্ন হওয়ার জন্য পরীক্ষায় অংশ গ্রহন করছেন। শিক্ষকদের আন্তরিকতায় পড়াশুনা ভালো হয়। 

এই বিভাগের আরো খবর